E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা’

২০২৫ আগস্ট ২১ ১৮:৩৭:৫৮
‘ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা এখন থেকে আগাম ভিসা ছাড়াই একে অপরের দেশে সফর করতে পারবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে, এদিন সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেঁজগাওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন।

এরকম চুক্তি আরও ৩১টি দেশের সাথে করা হয়েছে বলেও জানান শফিকুল আলম।

পাচার হওয়া টাকার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে।

প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।

এ সময় রোহিঙ্গা নিয়ে আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নিতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও জানান তিনি।

(ওএস/এসপি/আগস্ট ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test