E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যার কাছে পাথর পাওয়া যাবে, তাকেই কারাদণ্ড বরণ করতে হবে’

২০২৫ আগস্ট ২৩ ০০:৫১:৪৩
‘যার কাছে পাথর পাওয়া যাবে, তাকেই কারাদণ্ড বরণ করতে হবে’

স্টাফ রিপোর্টার : ‘যার কাছে পাথর পাওয়া যাবে, স্ট্রেইট বলে দিচ্ছি তাকেই কারাদণ্ড বরণ করতে হবে’—এমন হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

শুক্রবার (২২ আগস্ট) সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আমরা কয়েক ঘণ্টা সময় দেব।

যার কাছে যত পাথর আছে, যারা অপরাধ করছেন, তাদের এগুলো ফেরত দিতে হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, পুরো সাদাপাথর এলাকা আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব এবং এটি ২৪ ঘণ্টা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।

ডিসি সারওয়ার আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা লুটপাট করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। এখান থেকে আর একটি পাথরও কেউ সরাতে পারবে না। এরপরও যদি কেউ এমন করে, তবে মনে রাখতে হবে তার কপালে খারাপি আছে। কারণ এখানে এই প্রাকৃতিক সম্পদ থাকবে। এখানকার ৯৫ শতাংশ মানুষ চায় এই সম্পদ সংরক্ষিত থাকুক। অল্প কিছু মানুষ হয়তো ফায়দা লুটতে চাইবে। এই অল্প কয়েকজন যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য যা যা দরকার, অবশ্যই আমরা করব।

বন্ধ ক্রাশিং মেশিন প্রসঙ্গে তিনি বলেন, আমরা যেগুলো বন্ধ করেছি, সেগুলো বৈধভাবে চালু করার ব্যবস্থা করব। ক্রাশিং মেশিন বন্ধ রাখলে লিগ্যালি যারা ইনভেস্ট করেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা পরিবেশ ও পর্যটনকে সুরক্ষিত করব, প্রাকৃতিক সম্পদকে শনাক্ত করব। পাশাপাশি যারা বৈধভাবে ব্যবসা করছে, তাদের কার্যক্রমও সচল রাখার চেষ্টা করব।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test