E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজধানীতে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

২০২৫ আগস্ট ২৮ ২২:৫৭:২৭
রাজধানীতে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজধানীর কদমতলী এলাকা হতে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর (৪২) ও বাচ্চু মিয়া (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত বুধবার (২৭ আগস্ট) বিকাল অনুমান বিকাল তিনটার দিকে রাজধানীর কদমতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা দুইটার দিকে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক (পরিচালক), এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

এসময় র‌্যাব জানায়- অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ২৭ আগস্ট (বুধবার) বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর কদমতলী থানাধীন রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, র‌্যাব-১০ দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষ্যে রাজধানীর কদমতলী থানাধীন রহমতবাগ এলাকার একটি ৮ তলা ভবন ঘিরে ফেলা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঐ ভবনের ৫ম তলায় বসবাসরত মো. বাচ্চু মিয়ার ভাড়াকৃত ফ্ল্যাটে কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর (৪২) অবস্থান করছে। উল্লেখ্য, শ্যুটার শুক্কুর প্রায়ই মো. বাচ্চু মিয়ার ভাড়াকৃত ফ্ল্যাটে যাতায়াত করতো এবং সেখানে অবস্থান করতো, যা গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হওয়া যায়। এক পর্যায়ে মো. বাচ্চু মিয়া (৩৮) ফ্ল্যাট থেকে বের হলে তাকে ভবনের সামনেই আটক করা হয়। তার দখল হতে উদ্ধার করা হয় ৯৬ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর আত্মগোপনের উদ্দেশ্যে ৮ তলা ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী ৬ তলা ভবনের ছাদে লাফ দেয়। এতে সে আংশিকভাবে আহত হয়। ছাদে অবস্থানরত র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলে এবং তল্লাশির সময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে লোড করা অবস্থায় ২টি বিদেশি পিস্তল. ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় শ্যুটার শুক্কুরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে র‌্যাব হেফাজতে নেয়া হয়। র‌্যাব-১০ এর হাতে আটককৃতরা হলেন, মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর (৪২), পিতা- মৃত সামছুল হক, সাং- কুরমুরা, থানা- টঙ্গীবাড়ি, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি- পূর্ব জুরাইন, নবীনবাগ, রহমতবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা ও মো. বাচ্চু মিয়া (৩৮), সাং- মাঝের চর (সায়েস্তাবাজার), থানা- বরিশাল সদর, জেলা- বরিশাল, এ/পি- রহমতবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা বলে নিশ্চিত করেছে র‌্যাব।

এছাড়া, প্রাথমিক পর্যবেক্ষণে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি পিস্তল পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, যা তারা অবৈধভাবে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখেছিলো বলেও জানায় র‌্যাব। তবে পুলিশের থানা লুটের অস্ত্রটির শনাক্ত এড়াতে তারা এর সিরিয়াল নম্বর ঘষে ফেলে ও বাট পরিবর্তনের মতো চাতুরীপূর্ণ কাজ করে, যাতে এটি পুলিশের লুট হওয়া অস্ত্র বলে চিহ্নিত না হয়, বলেও জানানো হয়। র‌্যাব-১০ এর জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামিরা শুধু মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য, যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র ব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রমে জড়িত এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতো বলেও উপস্থিত গণমাধ্যমকে জানায় র‌্যাব-১০ এর অধিনায়ক।

এসময় র‌্যাব-১০ আরও জানান, গ্রেফতারকৃত আসামি মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর (৪২) একজন কুখ্যাত অপরাধী, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৪টি মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে ৪বার গ্রেফতার হয়েছিলো।র‌্যাব-১০ এর ওই প্রেস ব্রিফিং এ উল্লেখ করে, গত ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে পূর্ব জুরাইনের নবারুণ গলিতে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডে শ্যুটার শুক্কুর সরাসরি জড়িত ছিলো। সেদিন পুলিশের কাজে সহায়তা করায় সিএনজি চালক জাকির হোসাইন (৫০)-কে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছিলো। শ্যুটার শুক্কুর ও তার সহযোগীরা ভুক্তভোগীকে বুক, পেট ও পিঠে ছুরিকাঘাত করে এবং মৃত্যুকে নিশ্চিত করতে তার বাম পায়ের রগ কেটে দেয়। ঘটনার পরদিন, ১১ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ৩৫, ধারা- ১৪৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের হয়, যেখানে শ্যুটার শুক্কুর প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিলো। অপরদিকে, আরেক গ্রেফতারকৃত আসামি মো. বাচ্চু মিয়া (৩৮)-এর বিরুদ্ধেও মাদক সংক্রান্ত ২টি মামলা রয়েছে।

র‌্যাব পরিচালক আরও জানান, এই অভিযান ছিল র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকে, তবে তা র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন র‌্যাব-১০ এর অধিনায়ক। তিনি বলেন, আপনাদের একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষাকবচ।

এছাড়া, গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

(আরআর/এএস/আগস্ট ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test