E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০০:৩৮:৫৮
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য কমোরোসের রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ।

মোরোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতি আজালি আসৌমানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন ড. জকি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি আজালি আসৌমানি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। তিনি রাষ্ট্রদূতের মেয়াদে সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কমোরোসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তার দেশ সর্বদা মূল্য দেয়।

জবাবে রাষ্ট্রদূত ড. জকি আহাদ বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি কমোরোসে দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আশ্বাস দেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ককে আরও জোরদার করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

এ সময় তিনি রাষ্ট্রপতিকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং তৈরি পোশাক, ওষুধ, পাট, চামড়া, কৃষি ও শিল্প খাতে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে কমোরোস সরকারের প্রতি চিকিৎসা (ডাক্তার ও নার্স), হালকা প্রকৌশল, শিল্প ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ জানান।

রাষ্ট্রদূত শিক্ষা বিনিময় কর্মসূচি, দক্ষ জনশক্তি নিয়োগ এবং কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়সহ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও করেন।

দুই দেশই আশা প্রকাশ করেছে, আগামী দিনে পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test