E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : সাখাওয়াত

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৪০:০৯
ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : সাখাওয়াত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন-আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোন ধরনের অবনতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে।

তিনি আরও বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের জেলখাল, নাজিরেরপুল, পোর্ট রোড সংস্কার কাজ এবং বিআইডব্লিউটিসি’র স্টিমার ঘাট পরিদর্শন শেষে সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন-শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধর্মীয় উৎসবে বিভেদ না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।

উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদী ভাঙন মোকাবেলায় ৮১০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরিশাল শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। কীর্তনখোলা নদীকে দুষনমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে।

এছাড়াও ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু এবং কন্টেইনার পরিবহনের সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test