E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে’

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৩:১৭:৫০
‘জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে’

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।  

তিনি বলেন, জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র‌্যাবের কিছু দুর্নাম থাকলেও বর্তমানে জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে আয়োজিত অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, র‌্যাবকে অতীত ভুলে গিয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে মাদক দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাব উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। তবে শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আটক করতে হবে। একইসঙ্গে উদ্ধার না হওয়া অস্ত্রগুলিও উদ্ধারে র‌্যাবকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

গতবছরের দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় র‌্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই আরও আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর আন্তঃকোন্দল ও সহিংসতা বাড়তে পারে। এ ছাড়া পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি মারণাস্ত্র ব্যবহারের বিষয়েও র‌্যাব সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

পরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই। বরং গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি এবং র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়করা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test