E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলনে গোবিন্দ চন্দ্র প্রামাণিক

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৮:০৫:০৬
ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলনে গোবিন্দ চন্দ্র প্রামাণিক

স্টাফ রিপোর্টার : ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সহনশীল-সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপের উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ধর্মীয় নেতারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী জাকার্তায় সম্মেলন উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ড. নাসিরউদ্দিন ওমর। তিনি বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ায় সর্ব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি এবং সকলের অধিকার নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান জাতি অঙ্গীকারবদ্ধ। এশিয়ার অন্য দেশসমূহের সরকার এবং নাগরিক সমাজকেও একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধর্মীয় সংগঠন ও নেতাদের দায়িত্ব এ ক্ষেত্রে সবচেয়ে বেশি।’ শনিবার (২০ সেপ্টেম্বর) চারদিনব্যাপী এই সম্মেলন সমাপ্ত হবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বাংলাদেশ ও ভারত সেশনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে সমস্যা ও তার একমাত্র সমাধান সর্বস্তরে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন এর বিস্তারিত তথ্য বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব অ্যাড গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

সম্মেলনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, খ্রিস্টান কমিউনিটির পক্ষে রেভারেন্ড জন সাগর কর্মকার।

ভারতের ম্যাথিউজ জর্জ চুনাকারার সভাপতিত্বে সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আন্তঃধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।

বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, শিখ সহ বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ তাদের অধিকার, নিরাপত্তা বিষয়ে আলোচনা করছেন।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test