E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দলিত নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে ৪ দাবি

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৪:৫০:৩৫
দলিত নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে ৪ দাবি

স্টাফ রিপোর্টার : দলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে চার দফা দাবি জানিয়েছে দলিত নারী ফোরাম ও নাগরিক উদ্যোগ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির উইমেন ভলেন্টিয়ার এসোসিয়েশন মিলনায়তনে সংগঠনগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মিলনীতে বক্তারা এ দাবি জানান।

সম্মিলনীতে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা উপমহাদেশের দলিত অধিকার আন্দোলনের অগ্রদূত বি.আর. আম্বেদকর, যোগেন্দ্রনাথ মন্ডল এবং বাংলাদেশের দলিত আন্দোলনের নেতা বিজি মূর্তিকে স্মরণ করেন।

বক্তারা বলেন, শ্রেণী, বর্ণ ও লিঙ্গের কারণে ত্রিমাত্রিক বৈষম্যের শিকার দলিত নারীরা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব নয়।
বৈষম্যের চিত্র

সম্মিলনীতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বসবাসরত ২১ কোটি দলিতের মধ্যে নারীরাই সবচেয়ে বেশি বৈষম্য ও মানবেতর জীবনযাপনের শিকার। দলিত মেয়েদের মধ্যে শিক্ষার সুযোগ সীমিত, বাল্যবিবাহের হার ৭৬ শতাংশ, এবং অনেকে স্কুলে গিয়ে শিক্ষক ও সহপাঠীর কাছ থেকেও বৈষম্যের মুখোমুখি হয়। মাতৃভাষায় শিক্ষার সুযোগ না থাকাও তাদের পিছিয়ে পড়ার একটি বড় কারণ।

দলিত নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে ৪ দাবি
বক্তারা দলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে চারটি মূল বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেগুলো হলো-
১. ভূমি ও সম্পদের ওপর নারীর মালিকানা প্রতিষ্ঠা।
২. কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণ।
৩. ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা।
৪. সব স্তরে সিদ্ধান্ত গ্রহণে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ।

সম্মিলনীতে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে-
সংবিধানে নারী-পুরুষ সমতার বিষয়টি সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা

হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা ও বৈষম্যমূলক উত্তরাধিকার আইন বাতিল

“জাতীয় নারী উন্নয়ন নীতিমালা–২০১১” পর্যালোচনা করে দলিত ও প্রান্তিক নারীদের বিশেষ চাহিদা অন্তর্ভুক্ত করা

জাতপাতভিত্তিক বৈষম্য নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা

কর্মজীবী দলিত নারীদের মাতৃত্বকালীন সকল সুবিধা নিশ্চিত করা।
রাজনৈতিক ক্ষমতায়নের দাবি

সম্মিলনীতে বক্তারা জোর দিয়ে বলেন, দলিত নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে সংরক্ষণ নীতি প্রবর্তন করতে হবে।

তারা মনে করেন, নীতি নির্ধারণী পর্যায়ে দলিত নারীদের অংশগ্রহণ ছাড়া নারী নির্যাতন ও বৈষম্য কমানো সম্ভব নয়।

এসডিজির লক্ষ্য পূরণে সমাজের সর্বক্ষেত্রে দলিত নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় সম্মিলনীতে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test