E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ-ওমানের মধ্যে সমঝোতা সই   

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৩:৫০:৫৯
কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ-ওমানের মধ্যে সমঝোতা সই   

স্টাফ রিপোর্টার : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।
দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাত লাখ বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের চাহিদার ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ করেন।

সাক্ষাৎ শেষে দুই মন্ত্রী কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকটি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে, যা আগামী দিনে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test