E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৪:২৫:০৮
প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব

স্টাফ রিপোর্টার : নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বৈঠকে দানিলো তুর্ক, ড. ইউনূসকে ‘ক্লাব ডি মাদ্রিদের’ সদস্য হওয়ার আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শনের প্রশংসা এবং ক্ষুদ্র ঋণের বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন।

একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা করেন এবং এই অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি।

বাংলাদেশে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে দানিলো তুর্ক বলেন, এ আন্দোলন দুনিয়াকে বিস্মিত করেছে এবং এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক অনুশীলনকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমরা আমাদের লক্ষ্যে অটল।

ক্লাব ডি মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম, যেখানে গণতান্ত্রিক সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীগণ নিজেদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী এবং সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test