E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পূজার্থীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে: ঐক্য পরিষদ

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৮:১২:০৩
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পূজার্থীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে: ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চতম পর্যায় থেকে এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপারে পূজার্থীদের যতই আশ্বস্ত করা হোক না কেন পূজার প্রাক্কালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার কোনভাবেই আশান্বিত হতে পারছেনা। বরং আশঙ্কা ও উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে।

আজ শুক্রবার ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিবৃতিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ২৩ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সারা দেশে প্রাপ্ত তথ্যানুযায়ী কমপক্ষে মোট ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাবলীর মধ্যে রয়েছে:

ঘটনা—১ গত ২ সেপ্টেম্বর, ২০২৫ গাইবান্ধার সাদুল্লাপুরের হামিন্দপুরে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ প্রতিমা ও সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে যায়। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা প্রভাত অধিকার (০১৭৩১—০৩০৮৩৪) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—২ গত ১০ সেপ্টেম্বর, ২০২৫ পঞ্চগড় সদর উপজেলার আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় ভক্তরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করে জানায় তিনি মানসিক ভারসাম্যহীন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, প্রতিবারই অপরাধীদের আড়াল করতে একই কৌশল ব্যবহার করা হয়। আসন্ন দুর্গাপূজা ঘিরে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা মানিক চন্দ্র রায় (০১৭৬৮—৮৮৭০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৩ গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ার রক্ষাকালী মন্দিরে রবিবার রাত সোয়া আটটার দিকে কার্তিক ও সরস্বতীর প্রতিমার মাথা—হাতসহ হাঁস ও ময়ূরের কিছু অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা অমরেন্দ্র ঘোষ (মোবাইল০১৭২৯—৩০৬৮৮১) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৪ গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে রাতের দুইটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা মিঠুর রায় (মোবাইল: ০১৭২৪—৯০২৮৫৭) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৫ গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে প্রস্তুতকালে থাকা পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । বিকেলে কারিগররা কাজ শেষ করে চলে যাওয়ার পর সন্ধ্যায় প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পাওয়া যায়। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা প্রবীর দত্ত (মোবাইল: ০১৭১৫—৫৬১২৭৯) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৬ গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ রবিবার গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় একটি পূজা মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে সাম্প্রদায়িক দুষ্কৃতকারীরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা অধ্যাপক রমেশ চন্দ্র সূত্রধর (মোবাইল:০১৭১৭—৭০৫৯০৫) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা— ৭ গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ মুন্সীগঞ্জ সিরাজদিখানের রাজারনগর ইউনিয়নের মধুপুর শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজারনগর ইউনিয়নের মধুপুর নয়ানগর গ্রামের মৃতঃ মতিনের ছেলে চঞ্চল ও আবুসহ ১০/১২ জন দুর্বৃত্ত মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটায়। প্রতিপক্ষের হামলায় স্বপন দাস, রঞ্জিত দাস, বলরাম দাসসহ কয়েকজন আহত হয়েছেন। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ধীরেন দাস (মোবাইল:০১৯২২—৮৫৩৩০৬) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৮ গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে ৬টি প্রতিমা ভাঙচুর করেছে মো. মনজের বিশ্বাস (৫০) নামক এক দুষ্কৃতকারী। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা বিকাশ কুমার বিশ্বাস (মোবাইল:০১৭৪০—৮৯৫৯১২) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা—৯ গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার ভোররাতে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। উক্ত পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা হরেকৃষ্ণ দাস (মোবাইল:০১৭১৫—২৯৬৭৩৭) বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও চট্টগ্রাম, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জসহ কিছু জেলায় পূজাকেন্দ্রিক সংঘটিত গোলযোগের সংবাদ পাওয়া যাচ্ছে।

এসব ঘটনায় পূজার্থী জনমনে ভয়ভীতি ও শঙ্কা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং সামনের পূজাচলাকালীন দিনগুলোতে অধিকতর সহিংস ঘটনার আশঙ্কা করছে।

ঐক্য পরিষদ পূজার প্রাক্কালে বিদ্যমান পরিস্থিতি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎসব চলাকালীন সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test