E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:২৬:১৬
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

স্টাফ রিপোর্টার : সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীতে সংঘটিত হত্যা, হামলা ও ভাঙচুরের এক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কারারক্ষীদের পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন।

তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক পিজি) নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (রোববার) তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এর আগেও তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়েছিল।

গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test