E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

২০২৫ অক্টোবর ১০ ১৮:৫৬:৪৪
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

স্টাফ রিপোর্টার: ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-র জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অবশেষে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মুক্তির পর শহিদুল আলমকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি আটক হওয়া অন্যদের সঙ্গে নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে যাত্রা করা ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ অভিযানে অংশ নিয়েছিলেন শহিদুল আলম। গত বুধবার ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর ৯টি নৌযানের এই বহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীদের আটক করে। জাহাজে থাকা শতাধিক অধিকারকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের আশদোদ বন্দরে, যেখান থেকে পরে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

এদিকে শহিদুল আলমকে মুক্ত করার এই উদ্যোগে সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে শুক্রবার সকালে ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল যে, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুতই তাকে বিশেষ বিমানযোগে তুরস্কের আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। শহিদুল আলমকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছিল।

(ওএস/এসপি/অক্টোবর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test