E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে’

২০২৫ অক্টোবর ১৫ ১৫:৫৯:২২
‘সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে’

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমি জানি না তারা কি করবেন৷ তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন৷ কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে৷ মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে৷ আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে৷

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে৷ আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর৷ কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না৷

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test