E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’

২০২৫ অক্টোবর ২৭ ১৯:৩৫:২৫
‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’

স্টাফ রিপোর্টার : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, আর এটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি। তবে নির্বাচন অনুষ্ঠানের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। আজ সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনের বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রস্তুতি তাদের। আমরা কেবল সহযোগিতা করব।

তিনি আরও বলেন, যখন সিডিউল ঘোষণা হবে, তখন নির্বাচন কমিশন আর আমাদের কথা শুনবে না। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি ভালো হয়।

এর আগে, নৌপরিবহন উপদেষ্টা সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test