E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সংখ্যালঘু ঐক্যমোর্চার

২০২৫ অক্টোবর ২৯ ১৯:২৪:৪০
হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সংখ্যালঘু ঐক্যমোর্চার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় থেকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক হিন্দুধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংখ্যালঘু ঐক্যমোর্চা এ অভিযোগ করেছে। একই সঙ্গে এ অপপ্রচারের কারণে সংখ্যালঘু জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টিকারী অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করার জন্য ভয়ংকর রূপে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচারণা চালিয়ে উসকানি দিয়ে চলেছে। সাম্প্রদায়িক এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নীরবতা পালন করে চলেছে এবং বেশির ভাগ সময়ে ঘটনাসমূহকে অস্বীকার করছে।’

এ অবস্থায় অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা বন্ধ, হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ঐক্যমোর্চা।

একই সঙ্গে সারা দেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক জনগণ, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাদের সাম্প্রদায়িক শক্তির চলমান মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংখ্যালঘু ঐক্যমোর্চার মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন; বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন; আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন); মহানগর সার্বজনীন পূজা, কমিটি; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রভাষ-পলাশ); বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরাম; বাংলাদেশ সনাতন পার্টি; বাংলাদেশ রবিদাস ফোরাম; শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাষ্ট; বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ; বাংলাদেশ আদিবাসী ফোরাম; মাইনোরিটি রাইটস ফোরাম (বাংলাদেশ); সংখ্যালঘু অধিকার আন্দোলন; বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ; বাংলাদেশ মতুয়া মহাসংঘ; জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ; বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি; বাংলাদেশ বৌদ্ধ সমিতি; বাংলাদেশ হিন্দু লীগ; বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শাহজাহানপুর; জাতীয় আদিবাসী পরিষদ; বাংলাদেশ সনাতন কল্যাণ জোট; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ; বিশ্ব হিন্দু ফেডারেশন; তেলেগু সমাজ উন্নয়ন সংঘ, ওয়ারী; শ্রীশ্রী মহানামযজ্ঞ পরিচালনা পরিষদ, দিনাজপুর; তেলুগু কলোনী, ধলপুর, যাত্রাবাড়ী; জগন্নাথ হল এ্যালামনাই এ্যাসোসিয়েশন; স্বজন (সাংবাদিক সংগঠন); বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট; অনুভব, বাংলাদেশ; শারদাঞ্জলি ফোরাম; বাংলাদেশ হিন্দু সেবক সংঘ; শ্রীকৃষ্ণ ভক্তসেবা সংঘ; বাংলাদেশ সনাতন সম্প্রীতি পরিষদ; ভক্ত সংঘ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি; সনাতন বিদ্যার্থী সংসদ; সনাতন সংগঠন, বাংলাদেশ; রিসার্চ এন্ড এমপাওয়ারমেন্ট (রিও); উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরাম।

(ওএস/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test