‘জলবায়ু তহবিল খাতে অনিয়ম দুর্নীতির নতুন সুযোগ’
            স্টাফ রিপোর্টার : জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে সুশাসনের ঘাটতি রয়েছে। এ খাতে অনিয়ম-দুর্নীতির ধরণ ও মাত্রা নির্দেশ করে যে, এটি একটি দুর্নীতির নতুন সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের (বিসিসিটি) বরাদ্দের ৫৪ শতাংশে দুর্নীতি হয়েছে। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ ২৪৮.৪ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ১১০.৬ কোটি টাকা।
বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক টিআইবির গবেষণার সার্বিক পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাস্তবায়িত মোট ১২টি তহবিলের আওতায় ৯৪২টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করা হয় গবেষণাটিতে। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে গবেষণার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো মো. মাহফুজুল হক ও রিসার্চ অ্যাসোসিয়েট মো. সহিদুল ইসলাম। এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে অর্থের চাহিদার বিপরীতে সামঞ্জস্যপূর্ণ অর্থ বরাদ্দ হয়নি। জাতীয় তহবিল বা বিসিসিটির অর্থ বরাদ্দে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই, আবার জলবায়ু পরিবর্তন ট্রাস্টে নানা সংকট রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অর্থ বরাদ্দে অধিক বিপদাপন্ন এলাকা কম গুরুত্ব পেয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবিলায় বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার ৫০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতীয় এবং আন্তর্জাতিক তহবিল থেকে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ৮৬ দশমিক ২ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিবছর প্রয়োজনের ০ দশমিক ৭ শতাংশ বরাদ্দ করা হয়েছে। তহবিল সময়ের অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে বলা হয়, অভিযোজনের সঙ্গে সম্পর্কহীন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অর্থে সাফারি পার্ক, ইকো পার্ক নির্মাণ করা হয়েছে। নিম্নমানের কাজ সম্পাদন করা হয়েছে এবং অর্থ জালিয়াতি করা হয়েছে, এমনকি প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ সংগ্রহ করা হয়েছে।
জাতীয় তহবিলের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যর্থতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ৮৯১টি প্রকল্পের মধ্যে ৫৪৯টির (৬১.৬%) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গড়ে প্রকল্পের মেয়াদ ৬৪৮ দিন থেকে বেড়ে ১,৫১৫ দিনে পৌঁছেছে—অর্থাৎ ১৩৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ৪ বছর মেয়াদের প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে ১৪ বছর।
সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, জলবায়ু অর্থায়ন এবং এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।প্রয়োজনের তুলনায় নগণ্য বাজেট বরাদ্দ, চাহিদা, ভৌগোলিক বাস্তবতা ও পরিকল্পনা নীতির সঙ্গে সংগতিহীন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গবেষণাটির সুপারিশে বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ সংশোধন করতে হবে, তহবিলের তদারকি ও নিরীক্ষার জন্য পৃথক স্বাধীন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের ১০-১২ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা পেয়েছি মাত্র ১.২ বিলিয়ন ডলার, যা অত্যন্ত নগণ্য।
ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতির কারণে জাতীয় তহবিলের ৫৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট হয়েছে। এ তহবিলের সুবিধা পাওয়ার কথা থাকলেও তা দুর্নীতির কারণে পাওয়া যায়নি। রাজনৈতিক ব্যক্তি বর্গ ও প্রভাবশালীরা এ অর্থ লুটপাট করেছে। জবাবদিহিতার ঘাটতি, সুশাসনের ঘাটতি, রাজনৈতিক প্রভাব, বাস্তবায়নকারী সংস্থাগুলোর অদক্ষতা ও অনিয়মের কারণে এ দুর্নীতি হয়েছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বাবুই পাখি-প্রকৃতির ক্ষুদ্র স্থপতি, যে গাঁথে শ্রমের রাজপ্রাসাদ
 - নড়াইলে শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান
 - আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার
 - রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’, বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ
 - বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের জন্য শুভকামনা জানিয়েছেন জাকারিয়া পিন্টু
 - ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
 - টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটি অঘোষিত
 - সুনামি ঝুঁকি মোকাবিলায় টেকসই সচেতনতা ও মানবিক প্রস্তুতির প্রয়াস
 - ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন’
 - জামালপুরের ৫টি আসনে যারা পেলেন ধানের শীষ
 - যশোরে বিএনপির মনোনয়ন ঘোষণা : ৫ আসনে প্রার্থী চূড়ান্ত
 - সরকারি টেণ্ডারে পুকুর ভরাট!
 - আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম
 - কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত
 - তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি চলছে
 - কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘নয়া মানুষ’
 - যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ টন গম জাহাজ চট্টগ্রাম বন্দরে
 - নড়াইলে সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু
 - রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের
 - জোট করলে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে
 - ‘জলবায়ু তহবিল খাতে অনিয়ম দুর্নীতির নতুন সুযোগ’
 - সাতক্ষীরায় গ্রাম ডাক্তারের স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন
 - 'ক্যাপ্টেন শামসুল হুদা রাত সাড়ে আটটায় মৃতুবরণ করেন'
 - পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিবুর রহমান হাবিব
 - ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
 
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
 - ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট, পাথরঘাটায় সংবাদ সম্মেলন
 - কমলো সোনার দাম
 - পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
 - র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ
 - ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
 - ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
 - ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
 - ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
 - ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’
 - আষাঢ়
 - নিমে নিরাময় হয় যে সব রোগের
 - বিটিভিতে আজ ‘ইত্যাদি’
 - জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
 - বদলে যাচ্ছে নড়াইলের কৃষি অর্থনীতি
 - আবারও বাড়লো পাক-আফগান যুদ্ধবিরতির মেয়াদ
 - বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
 - নতুন হেড কোচ নিয়োগ দিলো কলকাতা নাইট রাইডার্স
 - ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
 - মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
 
০৪ নভেম্বর ২০২৫
- রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের
 - ‘জলবায়ু তহবিল খাতে অনিয়ম দুর্নীতির নতুন সুযোগ’
 
-1.gif)





							

