E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই’


২০২৫ নভেম্বর ১৩ ১৫:৫৯:৪৪
‘গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই’

স্টাফ রিপোর্টার : গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা নেই, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে।

গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কোনো শঙ্কা নেই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই।

লকডাউন ঘিরে আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের টেনশন, রাস্তা ফাঁকা। আপনারা কী মানুষের এই টেনশন দূর করতে পারেননি- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা তো ওরকম ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা আসলেন কীভাবে? আপনারা তো সবাই চলে আসছেন। রাস্তা ফাঁকা দেখে কী তাড়াতাড়ি চলে আসছেন?

তিনি আরও বলেন, এখন হলো কী অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের কিছু হয়। কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাট দুই একটা ঘটনা ঘটছে। এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি। এটার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাকশনও নিছি।

পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে। বাট আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলো হাই-ফ্লো মেশিন দিছি। এজন্য এবার পেঁয়াজ আমদানি ও রকম করতে হয়নি। আমাদের মনে হয় আমদানি করতেও হবে না। তবে আমদানি করার জন্য দুই হাজারের ওপরে অ্যাপ্লিকেশন করছে লোকজন। আমদানিটা করলে কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে।

তিনি আরও বলেন, আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী দামটা বাড়ানোর চেষ্টা করতেছে। বাট তারা সফল হবে না। আমাদের আমদানি করার ওরকম ইচ্ছা নেই। আমাদের হয়তো আমদানির অনুমতি দিতে হবে না। কিন্তু আমাদের যে প্রোডাকশন হয়েছে, আমাদের কৃষকরা যে উৎপাদন করছে, সেটা দিয়ে ভোক্তাদের চাহিদা মিটে যাবে।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test