E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনা অভিমুখী বিসিএস পরীক্ষার্থীদের আটকে দিলো পুলিশ

২০২৫ নভেম্বর ২৫ ১৭:০৪:০৫
যমুনা অভিমুখী বিসিএস পরীক্ষার্থীদের আটকে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার  দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেওয়া মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। এরপর সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

পরীক্ষার্থীরা বলছেন, গত বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেওয়া হয়েছে ২ মাসেরও কম। এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান করবেন। তারা আশা করছেন, ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে।

এ সময় আন্দোলনকারীরা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, পিএসসি চেয়ারম্যান নতুন করে স্বৈরাচারী আচরণ করছেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test