E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চকবাজারে তিনতলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:২৩:৪৪
চকবাজারে তিনতলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মোঃ শান্ত, ঢাকা : পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের ৩য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিকেল পৌঁনে ৫টায় আগুন লাগার সংবাদ তাদের কাছে পৌঁছায়। খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে লালবাগ ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে লালবাগ স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও আগুনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় দ্রুত সাহায্যের জন্য আরও ইউনিট পাঠানো হয়। ইতোমধ্যে পলাশি, হাজারীবাগ এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে।

ফায়ার সার্ভিস জানায়, বর্তমানে ঘটনাস্থলে ৪টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আর ৩টি ইউনিট এখনো পথে রয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে সহযোগিতা করা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test