E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি 

২০২৫ ডিসেম্বর ০৮ ১৯:০৭:১৯
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর- ডিএফপি'র রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৫০ জন রক্ত দেন। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test