E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ’

২০২৫ ডিসেম্বর ২০ ১২:৩৬:২৫
‘বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ’

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। 

ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এছাড়া হাদির লাশ হাসপাতালের হিমঘর থেকে জানাজার স্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলার এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কাজ করছে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

ঢাকা মহানগর রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি সাদা পুলিশ অলরেডি কাজ শুরু করেছে, এছাড়াও থাকবে চেকপোস্ট।

(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test