E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তারেক রহমানের সঙ্গে এলো বিড়াল ‘জেবু’

২০২৫ ডিসেম্বর ২৫ ১২:৫৭:২০
তারেক রহমানের সঙ্গে এলো বিড়াল ‘জেবু’

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের সঙ্গে আরও এসেছে ‘পরিবারের অন্যতম সদস্য’ একটি বিড়াল, নাম ‘জেবু’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইট থেকে তারেক রহমান ও তার পরিবার নেমে এলে ট্রাভেল অ্যানিমেলের একটি খাঁচায় জেবুকেও নামিয়ে আনা হয়।

বিদেশে থাকতে তারেক রহমানের বিভিন্ন ভার্চুয়াল বৈঠক কিংবা ফটোতে ‘জেবু’কেও দেখা যায়। ফলে দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ‘জেবু’ও।

জেবু সম্পর্কে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে।
আমরা সবাই ওকে আদর করি।’

তিনি বলেন, ‘বিষয়টি হচ্ছে, এ রকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম, আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি পালতেন। ছাগলও ছিল আমাদের বাসায়।

উনি ছাগলও কয়েকটি পালতেন। তো স্বাভাবিকভাবেই আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর-বিড়ালই বলেন, বাই দ্য ওয়ে, কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর নয়, আমাদের বাসায় একটি বিরাট বড় খাঁচা ছিল। সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল। বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল, যেটার মধ্যে একটা ময়না ছিল।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test