E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না’

২০২৬ জানুয়ারি ০৫ ১৪:৪২:৫৭
‘জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না’

স্টাফ রিপোর্টার : রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

একই সঙ্গে সহযোগী সেজে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটাতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ নিতে না পারে বা পার পেয়ে না যায়, সে বিষয়েও দলগুলোকে সতর্ক থাকতে হবে।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ সম্পর্কে উপদেষ্টা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া এ অভিযানে গতকাল ০৪ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৪১ রাউন্ড গুলি, ৫৬৬ রাউন্ড কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্টমূলে ১৯ হাজার ২৩৫ জনসহ সর্বমোট ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা পার না পায় এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়।

মাদকের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, গত ডিসেম্বর ২০২৫ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে ৬৫৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ১ হাজার ৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এতে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ২ হাজার ৩৭৫ জন। এ সময়ে ৫২৪ কেজি গাঁজা, ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, ৭ হাজার ৬৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬ হাজার ৩০৮ লিটার চোলাই মদ, ৭৫৬ গ্রাম হেরোইনসহ ২০ লাখ ৩ হাজার ৩০ টাকা এবং বিভিন্ন ধরনের ৪টি যানবাহন জব্দ করা হয়েছে।

এ ছাড়া গত ০৩ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উসকানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সড়ক-মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই বিভিন্ন যানবাহনের চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test