E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৪০ প্রজাতির ফুলে সাজছে ডিসি পার্ক, উৎসব শুরু শুক্রবার

২০২৬ জানুয়ারি ০৭ ১৩:২৬:৪২
১৪০ প্রজাতির ফুলে সাজছে ডিসি পার্ক, উৎসব শুরু শুক্রবার

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এ বছরও সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৯ জানুয়ারি (শুক্রবার) থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে এ উৎসব শুরু হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসন জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হবে ১৪০ প্রজাতির ফুলে।

ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের উৎসবে স্থান পাচ্ছে বেশিরভাগই বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। সেখানে আছে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো ফুল। এ ছাড়া টিউলিপও আনা হবে বলে জানালেন কাউসার আল ইমরান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চতুর্থবারের মতো ফুল উৎসব। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন।

উৎসবে ফুডকোর্ট, দর্শনার্থীদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকবে। প্রতিদিন ৫০ টাকার টিকিট কেটে উৎসবে প্রবেশ করা যাবে। অনলাইনে https://dcparkchattogram.com/web/ সাইট-এ প্রবেশ করে টিকিট ক্রয় করা যাবে।

২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এতে প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ১৯৪ দশমিক ১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁসহ প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test