E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার’

২০২৬ জানুয়ারি ০৭ ১৩:২৯:২৫
‘ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার’

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। আপনাদের ভোটকেন্দ্রে গিয়ে এ অধিকার প্রয়োগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা ভোটকেন্দ্রে না গেলে এ ভোট অন্য কেউ ছিনতাই করে নেবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন, তাকে ভোট দেবেন।

তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবনা প্রণয়ন করেছেন, সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।

এসময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

এদিকে প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুদিনব্যাপী মহোৎসব ও মেলা শুরু হয়েছে।

গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ ভক্ত এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশ নিয়েছেন। তারা ঢাক-ঢোল বাজিয়ে প্রসাদ গ্রহণ করেন।

সরকারি কোটালীপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ ও গণেশ পাগলের ভক্ত কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, প্রতি বছর ২১-২২ পৌষ দুদিন এ আশ্রমে বাৎসরিক মহোৎসব ও মেলা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test