E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইসির দাঁত আছে, মব দমনে দাঁতসহ কামড় দিতে হবে’

২০২৬ জানুয়ারি ১০ ১৪:৪৪:২৮
‘ইসির দাঁত আছে, মব দমনে দাঁতসহ কামড় দিতে হবে’

স্টাফ রিপোর্টার : জাতির পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) দাঁত আছে। মব দমনে দাঁতসহ কামড় দিতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজকে প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test