E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান-নিন্দা

২০২৬ জানুয়ারি ১১ ১৩:৩১:৩৩
সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান-নিন্দা


স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম অতিরিক্ত অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি এবং সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর এর প্রভাব, সাম্প্রতিক ঘটনাবলি, সেসঙ্গে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এই অধিবেশন আহ্বান করা হয়েছিল।

উপদেষ্টা তৌহিদ হোসেন ওআইসিকে তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান এবং নিন্দা করার আহ্বান জানান।

তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি ওআইসির পূর্ণ ও অটল সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য যথাসম্ভব জোরালো ভাষায় আহ্বান জানান।

তৌহিদ হোসেন আরও জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।

তিনি জোর দিয়ে বলেন, জবরদস্তির ওপর ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতা অবশ্যই জয়ী হবে।

এর আগে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) অধিবেশনের জন্য একটি সিনিয়র কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের সাথে অব্যাহত সংহতি এবং ওআইসির কাছে ফিলিস্তিনি স্বার্থের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test