E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ দেবে গণভোট’

২০২৬ জানুয়ারি ২০ ১৩:৩৯:৫৪
‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ দেবে গণভোট’

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মাগুরায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত গড়ে দিতে ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন যাতে তারা নিরপেক্ষভাবে গণভোট প্রদান করেন।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যে দেশে কেউ ইন্টারনেট বন্ধ করে দেবে না। আমাদের নতুন প্রজন্ম পড়াশুনায় অগ্রাধিকার পাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

নতুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ দেবে গণভোট।

তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। যেখানে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, থাকবে না বৈষম্য।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মাগুরা জেলা প্রশাসনের মিলনায়তনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

তিনি গণভোটের প্রচারণা লিফলেট ও ব্যানার ফেস্টুনের কথা উল্লেখ করে বলেন, দশ বছরের বেশি সময় কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবেনা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে।

সুপ্রদীপ চাকমা আরো বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি, গোষ্ঠীর ভাষা ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৬)


পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test