E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের

২০২৬ জানুয়ারি ২১ ১৪:১৬:০৬
কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের

স্টাফ রিপোর্টার : কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই প্রার্থীদের নিজ নিজ কর্মীদের আচরণবিধি সম্পর্কে অবগত করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, যেহেতু আগামীকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে, আমি আশা করব আপনারা আচরণবিধি মেনে চলবেন।

একই সঙ্গে আপনাদের কর্মীদেরও তা মেনে চলতে বলবেন। কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার দায় কিন্তু প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই আপনারা নিজেরা এবং কর্মীদের মাধ্যমে আচরণবিধি মেনে চলবেন।

তিনি বলেন, নির্বাচন পরিবেশ সুন্দর রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়।
প্রার্থীদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েড রয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

মোহাম্মদপুর থানার উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে থাকব আমি।
এখানে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি বলতে পারি। আমরা ঢাকা-১৩ আসনে কোনো ছাড় দেব না। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, তার জোন অনুযায়ী তিনি ঢাকা-১৫ আসনের দায়িত্বে থাকবেন।

ঢাকা-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, আমরা ২৪ ঘণ্টা ডেপ্লয়েড আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আচরণবিধি মেনে চলবেন, কোনো ধরনের মব সৃষ্টি করবেন না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ক্যাম্পে (ইনডোর স্টেডিয়াম) আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি।

ঢাকা-১৩ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হবে-এটাই আমাদের প্রত্যাশা। তবে পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়, প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। আমরা প্রত্যাশা করব, তারা আচরণবিধি মেনে চলবেন। এতে করে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের প্রত্যাশা।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test