E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সবাই যেনো ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে’

২০২৬ জানুয়ারি ২৭ ১৩:৩৩:০৮
‘সবাই যেনো ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল  (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমাদের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক সবাই ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। 

কোনো ভোটারকে যেনো কেউ বাঁধা দিতে না পারে, সেটি খেয়াল রেখে সবার ভোট দেওয়া নিশ্চিত করতে হবে, যোগ করেন ইসি সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে। আমরা কোনো বিষয়ে ছাড় দেব না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেয়, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে।

তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নির্বাচনে আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)












পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test