E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের তাগিদ 

২০২৬ জানুয়ারি ৩১ ১২:৩২:০৭
পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের তাগিদ 

স্টাফ রিপোর্টার : দায়িত্বশীল আচরণের অভাবে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপ’র যৌথ আয়োজনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের পর্যটনখাত নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার হলেও সংশ্লিষ্টদের বড় একটি অংশ তখন নীরব থেকেছে। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপকে কেন্দ্র করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলেও পর্যটন শিল্পের অংশীজনদের সক্রিয় ভূমিকা দেখা যায়নি।

তিনি বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বিশেষ অবদানের জন্য মোট ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান এবং আট ব্যক্তি এবার এ সম্মাননা অর্জন করেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো দেশের পর্যটন খাতের অংশীজনদের সেবার মান, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে উৎসাহিত করা।

এবার আতিথেয়তাখাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ।

অনুষ্ঠানে গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ১৫০টিরও বেশি মনোনয়ন থেকে জুরি বোর্ড যাচাই-বাছাই করে এবছর ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তিকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন।

সম্মাননাপ্রাপ্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা,পেনিনসুলা চট্টগ্রাম, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট রংপুর, হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল, ওয়ান প্যারাডাইস হোটেল কক্সবাজার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার, হোটেল সারিনা ও দুসাই রিসোর্ট।

(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)



পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test