E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাঁদপুরের মেয়র হলেন নাছির উদ্দিন

২০১৫ মার্চ ৩০ ০৯:২৬:২৬
চাঁদপুরের মেয়র হলেন নাছির উদ্দিন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। মোবাইল প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া জগ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭ ভোট।

রবিবার রাত ১১টায় চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ ফল ঘোষণা করেন।

ফল ঘোষণার সাথে সাথে নাছির উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তাঁর সাথে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১২৩ জন প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ২৭ জন।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর সর্বশেষ চাঁদপুর পৌরসভা নির্বাচন হয়। ওই নির্বাচনে নাছির উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test