E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নির্মাণকালীন দুর্ঘটনার দায়দায়িত্ব ভবন মালিকের

২০১৫ মে ২৯ ০১:১৬:৫২
নির্মাণকালীন দুর্ঘটনার দায়দায়িত্ব ভবন মালিকের

স্টাফ রিপোর্টার :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন এলাকায় ইমারত নির্মাণস্থলে যেকোন দুর্ঘটনা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানো, ভূমিধস রোধ, কর্মরত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাবিধান, আশেপাশের ভবন, অবকাঠামো ও পথচারিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ভবন মালিক বা নির্মাণ প্রতিষ্ঠানের।

বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা ২০০৬, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ এবং ইমারত নির্মাণ আইন ১৯৫২ এ এসব দায়দায়িত্ব সুনির্দষ্ট করা আছে।

আজ (বৃহস্পাতবার) জারি করা এক বিজ্ঞপ্তিতে ইমারত নির্মাণ বিধিমালাসহ অন্যান্য বিধিমালা অনুসরণপূর্বক অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে ইমারত নির্মাণ ও নির্মাণকালীন সকল ধরনের নিরাপত্তা বিধানের জন্য মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকে রাজউক এ অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আইন ও বিধিবিধানের না মেনে ভবন নির্মাণ করা হলে বা নির্মাণকালে কোন দুর্ঘটনা ঘটলে তার সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা ২০০৬ এ বলা হয়েছে, নির্মাণকাজ পরিদর্শন, ব্যবহৃত উপকরণের গুণগত সঠিক মান নিশ্চিত করা, নির্বিঘ্ন কাজ সম্পাদন এবং সতর্কতামূূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্মাণাধীন ইমারতের মালিক বা নিয়োগকৃত পেশাজীবীর।

এছাড়াও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ এর ১৮(৩) বিধিতে বলা হয়েছে, সকল নকশার ডিজাইন পর্যাপ্ততা ও উপযুক্ততার দায়িত্বভার নকশার সাথে সংশ্লিষ্ট স্থপতি বা প্রকৌশলীর ওপর বর্তাবে বলে বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয় ।



(ওএস /এসসি/মে২৯,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test