E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘সংগঠনের অর্থের জন্যই ব্যাংক ডাকাতি’

২০১৫ মে ৩১ ১৭:২৫:৫৮
‘সংগঠনের অর্থের জন্যই ব্যাংক ডাকাতি’

স্টাফ রিপোর্টার : অর্থের জন্যই আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ঘটনা ঘটিয়েছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম।

রবিবার বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

শনিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডার তেঁতুলবাড়ি এলাকা থেকে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির হোতা মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমনকে (৩৫) আটক করে পুলিশ।

এ ঘটনায় রোববার বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আটক সুমনের বরাত দিয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতেই আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। সংগঠনের তহবিলে অর্থের যোগান দিতেই তারা ব্যাংক ডাকাতির সিদ্ধান্ত নেয় ও তার বাস্তবায়ন করে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত সুমনসহ মোট ১১ জনকে আটক করা হলো।

পুলিশ সুপার বলেন, সুমন এক সময় জেএমবি নেতা ছিলো। ময়মনসিংয়ের ত্রিশালে পুলিশের নিকট থেকে ছিনতাইকৃত অন্যতম জেএমবি নেতা সালাউদ্দীনের সঙ্গে তার একাধিকবার দেখা হয়। এক সময় তাদের নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে সে জেএমবি থেকে বের হয়ে আনসারুল্লাহ বাংলাটিমে যোগ দেয়। সুমন আনসারুল্লাহ বাংলাটিমের একাংশের নেতা হিসেবে নিজেকে দাবি করেছেন।

তিনি বলেন, আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির দিনে সুমন নিজে অস্ত্র, গ্রেনেড ও বোমা বোমা বহন করেন। তার কমান্ডেই অন্য জঙ্গিরা অপারেশনে যান। অপারেশন থেকে বেরিয়ে জনগণ যখন তাদের প্রতিরোধে করে ঠিক সেই সময় সুমন গ্রেনেড, বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণকে হতাহত করে পালিয়ে যেতে সক্ষম হয়। সে পালিয়ে বিভিন্ন স্থানে থাকার পর অবশেষে বাড্ডার তেতুলবাড়ি এলাকার একটি বাসায় আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর তাকে আটক করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আনসারুল্লা বাংলাটিমের দলীয় সিদ্ধান্তেই এই ঘটনা ঘটেছে। অর্থের জোগান পেতেই তারা এই ঘটনার পরিকল্পনা করে। এছাড়া অধিকাংশই জঙ্গিরাই সুমনের বাড়িতে ছদ্মবেশে থাকতো। কিভাবে অপারেশন করতে হবে তার পরিকল্পনা করতো।

তিনি বলেন, এর আগে আটককৃতদের মধ্যে ৫ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৫ জনের স্বীকারোক্তিতে সুমনের নাম রয়েছে।

গত ২১ এপ্রিল আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যাংক লুটের পাশাপাশি প্রতিরোধে এগিয়ে আসা জনগণের উপর গ্রেনেড, বোমা এবং গুলি চালায় জঙ্গিরা। এতে ৯ জন নিহত হন। পরে এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করে।

(ওএস/এএস/মে ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test