E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মঙ্গলবার সন্ধ্যা থেকে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ

২০১৫ জুন ০১ ১৩:০৮:২৬
মঙ্গলবার সন্ধ্যা থেকে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার : পবিত্র শব-ই-বরাত উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং এ রাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিতকরণে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

(ওএস/পিবি/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test