E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঝুঁকিপূর্ণ মানুষকে আমৃত্যু সামাজিক নিরাপত্তা দেবে সরকার

২০১৫ জুন ০১ ১৬:৩০:১৭
ঝুঁকিপূর্ণ মানুষকে আমৃত্যু সামাজিক নিরাপত্তা দেবে সরকার

স্টাফ রিপোর্টার : জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। প্রতিবন্ধীদের প্রতি বিশেষ মনোযোগ ও ঝুঁকিপূর্ণ যেকোনো বয়সের মানুষকে আমৃত্যু সামাজিক নিরাপত্তার আওতায় আনা সংক্রান্ত একটি কৌশলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, সরকারের যেসব খাতে ব্যাপক সাফল্য আছে তার মধ্যে অন্যতম। বর্তমানে সামাজিক নিরাপত্তাখাতে জিডিপির ২ দশমিক ৩ শতাংশ খরচ হয়।

‘সামাজিক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ,’ যোগ করেন মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি জানান, গত এপ্রিল মাসে খসড়াটি মন্ত্রিসভায় এলে কিছু পর্যবেক্ষণ দিয়েছিল মন্ত্রিসভা। মন্ত্রিসভার পর্যবেক্ষণের আলোকে ‘গাইডলাইন্স অব সেন্ট্রাল মনিটরিং কমিটি অন সোশ্যাল সেফটিনেস প্রোগ্রাম’র আওতায় পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিক বিভাগ সংশোধন করেছে।

‘মন্ত্রিসভা আজও দুই-একটা নির্দেশনা দিয়েছে। সেগুলো বাস্তবায়ন করার শর্তে অনুমোদন দেওয়া হয়,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

২৩টি মন্ত্রণালয় বর্তমানে ১৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এজন্য সমন্বয়ের জন্য কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছিল। সে কারণে একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। কৌশলপত্রের আলোকে ভবিষৎ পরিকল্পনা করবে।

তিনি বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। কিন্তু সবাইকে আনা তো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ কোনো বয়সের মানুষ, দারিদ্র্য, অতি দরিদ্রতার শিকার তারা যেন যেকোনো কর্মসূচির মধ্যে আসে।’

‘যে বয়সেরই হোক না কেন তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রতিবন্ধীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলে, প্রতিবন্ধীরা সাধারণ ঝুঁকিপূর্ণ মানুষের থেকে বেশি বরাদ্দ পাবেন।

বৈঠকে বিগত বছরের তথ্যগুলো হালনাগাদ করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার একজন সদস্য জানান, আলোচনার সময় একজন মন্ত্রী অধিক জনসখ্যার বিষয়ে আলোচনা তুললে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা কোনো সমস্যা নয়। এ কথা বলবেন না। জনসংখ্যা সম্পদ।

যে পরিবারে দুইটি সন্তান রয়েছে সেই পরিবারেকে সহযোগিতা দেওয়ার কথা বলেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

(ওএস/এএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test