E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোবাইল ফোন সেবায় ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব

২০১৫ জুন ০৪ ১৭:২৩:১৪
মোবাইল ফোন সেবায় ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব

স্টাফ রিপোর্টার :অর্থমন্ত্রী, মোবাইল ফোনের সেবায় ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন  যার ফলে মোবাইলে কথা বলা ও ডেটা স্থানান্তরের ব্যয় বাড়তে যাচ্ছে। অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিমের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন।

তবে নতুন মোবাইল সিমের শুল্কহার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন তিনি। সিমকার্ড প্রতিস্থাপনে কর নিয়ে আগে থেকে জাতীয় রাজস্ব বোর্ড ও মোবাইল ফোন অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।


(ওএস/এসসি/জুন০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test