E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘খালেদা জিয়া অহেতুক অসত্য বলছেন’

২০১৫ জুন ১৫ ১৪:৪৫:৪৩
‘খালেদা জিয়া অহেতুক অসত্য বলছেন’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অহেতুক অসত্য বলছেন। 

‘ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করায় তার প্রাণনাশের ঝুঁকি ছিল’ খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তাকে (খালেদা জিয়া) হত্যা চেষ্টার করার কথা বলে তিনি মিথ্যাচার করেছেন।

মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া নতজানু হয়ে মোদির সঙ্গে দেখা করেছেন। তার সাক্ষাতে কেউ বাধা দেয়নি। তিনি রওশন এরশাদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর সমকাতারে গিয়ে দেখা করেছেন।

বিএনপির ভারত বিরোধিতার প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্মই ভারত বিরোধিতা আর ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য। বিএনপির শাসনামলে বিচ্ছিন্নতাবাদীদের দেশে প্রশ্রয় দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার লজ্জিত হওয়া উচিত ছিল। সমালোচনা করা বিক্ষোভ দেখানো কারো জন্য ভাল না।

পাশাপাশি স্থল সীমান্ত চুক্তি ও সমুদ্রসীমা নির্ধারণ সমতার ভিত্তিতে হয়েছে বলে যোগ করেন তোফায়েল। চার দেশের সড়ক যোগাযোগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত, নেপাল ও ভুটান বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বেশি লাভবান হবো। আমরা রপ্তানি বাড়াতে পারবো।

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি। রমজানে কোনো পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই।

(ওএস/এএস/জুন ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test