E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নিজের গাড়ি নিয়ে ঘুরে আসুন ভারত, নেপাল, ভুটান

২০১৫ জুন ১৫ ২১:৫২:২০
নিজের গাড়ি নিয়ে ঘুরে আসুন ভারত, নেপাল, ভুটান

নিউজ ডেস্ক : বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে সোমবার(১৫ জুন)।

ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আজকের চুক্তিটি একটি কাঠামোগত চুক্তি, এরপর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে আরেকটি চুক্তি ও প্রটোকল হবে।

চুক্তি অনুযায়ী এই চারটি দেশের মধ্যে তিন ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে আছে যাত্রীবাহী যানবাহন যেমন বাস ও প্রাইভেট কার, এবং পণ্যবাহী যান।

অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ একজন নিজস্ব গাড়ি নিয়েও ভারতের কোনো শহরে বেড়াতে যেতে পারবেন, অথবা ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন।

সম্ভাব্য রুটগুলোতে আগামী অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হতে পারে বলেও বিভিন্ন সংবাদ সূত্র জানাচ্ছে।

আগামী বছরের প্রথম দিকের মধ্যেই এটা পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে যেমন, তেমনি ভারত, নেপাল বা ভুটানেরও কোন পর্যটক তাদের নিজস্ব গাড়ি নিয়ে বা বাসে চড়ে বাংলাদেশে বেড়াতে আসতে পারবেন।

অবশ্য এ জন্য একটি রুট পারমিট দরকার হবে।

প্রাইভেট কারের ক্ষেত্রে ভ্রমণের আগে এই রুট পারমিট নিতে হবে, আর নিয়মিত যাতায়াত করবে এমন বাস বা পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদের জন্য রুট পারমিট পাওয়া যাবে।

(ওএস/অ/জুন ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test