E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাদা পোশাকে কাউকে আটক না করার পরামর্শ

২০১৫ জুন ১৬ ১৫:৫২:৫৫
সাদা পোশাকে কাউকে আটক না করার পরামর্শ

স্টাফ রিপোর্টার : সাদা পোশাকে কাউকে আটক না করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমুর রহমান কনফারেন্স হল, কারওয়ানবাজারে এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি। ‘নির্যাতন, হেফাজতে মৃত্যু: নিবারণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী যেন কাউকে আটক না করতে পারে, তা নিশ্চিত করতে হবে। যদি আটক করতে হয়, আটককারীর পরিচয়পত্র দেখাতে হবে। আটক করে কোথায় নিয়ে যাবে বলতে হবে। দু’জন স্থানীয় স্বাক্ষী রেখে আটক করবে এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতে ওই ব্যক্তিকে উপস্থিত করতে হবে।

একইসঙ্গে আটকদের তথ্য সম্বলিত রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে মানবাধিকার কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মিজানুর রহমান।

তিনি বলেন, সন্ত্রাস দমন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যেন নিজেই সন্ত্রাসীতে পরিণত না হয়। রাষ্ট্রের দ্বারা যেন কেউ কোনোভাবে নির্যাতনের স্বীকার না হন। রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা, মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। মানবাধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হতে হবে উদার ও মানবিক।

তা হতে হলে, প্রথম কর্তব্য হবে, বাস্তব পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। এখনকার বাস্তব পরিস্থিতি হলো; রাষ্ট্রের মাধ্যমে নির্যাতন, হেফাজতে মৃত্যু। আর এগুলো নিবারণে আইন প্রণয়ন হলেও এখন পর্যন্ত কোনো বিধি প্রণয়ন হয়নি। এ কারণেই আদালত এগুলো আমলে নিতে পারছে না।

আইনের বিভিন্ন দুর্বলতা থাকা সত্ত্বেও ‘নির্যাতন, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩’ করায় সরকারকে সাধুবাদ জানান তিনি।

অধ্যাপক মিজান বলেন, আমি বারবার আইজিপিকে বলেছি, তিনি আসেননি। এই সেমিনারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি থাকার দরকার ছিল। কেন আসেননি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব নিতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন রাউল ওয়ালেনবার্গ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস সুইডেনের প্রফেসর লিয়াল সুঙ্গা, নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের পিএইচডি গবেষক এসএম মাসুম বিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম, জমাকনের সদস্য মিস আরমা দত্ত প্রমুখ।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test