E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘শিশুরা যেন ধর্মান্ধ হয়ে জঙ্গিবাদ না শিখে’

২০১৫ জুন ১৬ ১৬:৫৮:১৪
‘শিশুরা যেন ধর্মান্ধ হয়ে জঙ্গিবাদ না শিখে’

স্টাফ রিপোর্টার : শিশুরা যেন ধর্মের নামে জঙ্গিবাদ না শিখে সে দিকে দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেন, ‘শিশুরা যেন ধর্মান্ধ না হয়ে সঠিক ধর্ম শিক্ষা লাভ করতে পারে সে দিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কিন্ডার গার্ডেন ডেভেলপমেন্ট এসোসিয়েসন আয়োজিত ২০১৫ সালের কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

দিপু মনি বলেন, ‘সরকার অনেক কিছু পারলেও সবকিছু করতে পারে না। এর জন্য নাগরিকদের সচেষ্ট ভূমিকা রাখাও প্রয়োজন বলে মনে করেন তিনি।’

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘পরীক্ষার যাঁতাকলে পিষ্ঠ শিশুদের উপর এ রকম অতিরিক্ত বোঝা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার প্রয়োজন।’

আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ‘শিশু-কিশোরদের পড়াশুনার পাশাপাশি তাদের মানসিক বিকাশে খেলাধুলার প্রতিও যথেষ্ট নজর দিতে হবে। যদিও নগরায়নের কারণে আমাদের যথেষ্ট খেলার মাঠ নেই।’

সংগঠনের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেব নাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test