E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে’

২০১৫ জুন ১৭ ১৪:৪১:০৭
‘বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আর কোন খাদ্য ঘাটতি নেই। এমন মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) দু’দিন ব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এ সময় আরো বলেন, দেশের ২০ শতাংশ লোক সরাসরি এবং ৫০ শতাংশ লোক আংশিকভাবে প্রাণিসম্পদের উপর নির্ভরশীল। বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং প্রায় ৭০ ভাগ মহিলা প্রাণিসম্পদের উপর নির্ভরশীল।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক অজয় কুমার সাহা।

দু’দিন ব্যাপী এ কর্মশালায় চারটি কারিগরি অধিবেশনে মোট ৪২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন হয়।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

(ওএস/এএস/জুন ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test