E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

২০১৫ জুন ১৮ ১২:৫১:৩৩
‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি’র সদর দপ্তরে পুলিশের টহল গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়বেনা। বিদেশি বিনিয়োগ না বাড়াতে পাড়লে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা যাবে না।

আসাদুজ্জামান মিয়া বলেন, শুধু পুলিশের একার পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের মাঝেও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, রমজান ও ঈদে মানুষ যাতে নিরাপদে চলাচল ও তাদের জান-মালের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ।

অনুষ্ঠানে ইষ্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক নাজেম নিয়াজ এ সময় কমিশনারের হাতে টহল গাড়ির চাবি তুলে দেন।

এ সময় ডিএমপির ও ইষ্টার্ন হাউজিং এর উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(ওএস/পিবি/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test