E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরিতে আগ্রহী ৪ বিদেশি কোম্পানি

২০১৫ জুন ১৯ ১২:৩৬:৫২
বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরিতে আগ্রহী ৪ বিদেশি কোম্পানি

স্টাফ রিপোর্টার :৪টি দেশের ৪টি কোম্পানি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তৈরি করার আগ্রহ প্রকাশ করেছে । গত বুধবার ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন। ২৪ মে পর্যন্ত দরপত্র বিক্রি করা হয়। গতকাল বৃহস্পতিবার থেকে দরপত্রগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জানা গেছে, স্যাটেলাইট বানাতে আগ্রহ দেখিয়েছে ফ্রান্সের এমডিএ কর্পোরেশন, কানাডিয়ান কোম্পানি অরবিটল, চীনের গ্রেটওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রের ট্যালস। ভারতের এনট্রিক কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রের বোয়িং দরপত্র কিনলেও জমা দেয়নি।

গত বছর ২ হাজার ৯৬৭ কোটি টাকার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) পাস হয়। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের জুন পর্যন্ত নির্ধারিত থাকলেও ওই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে ওড়ানোর উত্সব করার পরিকল্পনা করা হচ্ছে।


কাঙ্ক্ষিত এ স্যাটেলাইট উেক্ষপণ বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করছে বিটিআরসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সাত বছরের মধ্যে এটি লাভজনক অবস্থায় চলে আসবে এবং এর মাধ্যমে দেশের কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বর্তমানে শুধু স্যাটেলাইট টেলিভিশনগুলোর স্পেকট্রাম ভাড়া বাবদই বছরে দেড় কোটি ডলার বিদেশে চলে যায়। স্যাটেলাইটটি রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে কেনা ১১৯.১ পূর্ব দ্রাঘিমায় ওড়ানো হবে এবং পরের দুইটির জন্য ইতিমধ্যে অরবিটাল স্লট পেতে আইটিইউর কাছে আবেদন জানানো হয়েছে।

(এমআরএস/এসসি/জুন১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test