E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যাকাত ফান্ডে সহযোগিতার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

২০১৫ জুন ১৯ ২১:৫১:৪৮
যাকাত ফান্ডে সহযোগিতার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার :ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সরকারি ফান্ডে যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশন ও যাকাত বোর্ড সর্বোচ্চ যাতাক আদায়কারীদের সম্মাননা দেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, সরকারি যাকাত ফান্ডের যাকাত ইসলামী বিধি অনুসারে বিতরণ করা হয়। সবাই এগিয়ে এলে এ অর্থ দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করা সম্ভব হবে।

অন্যবারের চেয়ে সরকারি ফান্ডে মানুষ যাতে আরও বেশি যাকাত দিতে পারে সেজন্য যাকাত প্রদানকারীদের উৎসাহিত করার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সরকারি যাকাত ফান্ডের অর্থ ইসলামিক বিধান অনুসারে ৮টি খাতে খরচ করা হয়।

তিনি বলেন, চলতি বছর থেকে ৩৫টি ব্যাংক একাউন্ট ও অনলাইনের মাধ্যমে যাকাত আদায়ের কার্যক্রম চালু করা হবে।

১৪৩৫ হিজরিতে সর্বোচ্চ যাকাত আদায়কারী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাসহ ২৮ জনকে সম্মাননা দেওয়া হয়।

দেশের মানুষকে যাকাত দিতে উদ্বুদ্ধ ও যাকাত আদায়ে জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের উৎসাহিত করতে প্রথমবারের মতো এ সম্মাননা চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন।




(ওএস/এসসি/জুন১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test