E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০১৫ সেপ্টেম্বর ১০ ০৯:৩১:০৭
আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী যাচ্ছেন আজ। জেলার চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৩তম বিসিএস ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজি নাঈম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারযোগে পুলিশ অ্যাকাডেমিতে অবতরণ করবেন। এরপর তিনি অ্যাকাডেমিতে নবনির্মিত ‘তরুণিমা’ নামের অতিথি ভবন ও প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারির উদ্বোধন করবেন। পরে তিনি সকাল সাড়ে ১০টায় ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর তীরে নবনির্মিত ‘উর্মি’ নামের অতিথি ভবনটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি শহীদুল হক উপস্থিত থাকবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিকে সাজানো হয়েছে নতুন রূপে। চারিদিকে ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে। শুধু অ্যাকাডেমিতে নয় তার আগমনকে ঘিরে উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test