E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খিলক্ষেতে বণিকবার্তার বিজ্ঞাপন কর্মকর্তার লাশ উদ্ধার

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৭:২৯:৪৪
খিলক্ষেতে বণিকবার্তার বিজ্ঞাপন কর্মকর্তার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঢাকার খিলক্ষেতের একটি মেস থেকে দৈনিক বণিকবার্তার নিখোঁজ এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি শহিদুল হক জানান, শুক্রবার সকালের দিকে খিলক্ষেত নামাপাড়ার ওই মেসে বড় একটি সুটকেসের ভেতরে লুকানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

নিহত জাহাঙ্গীর আলম (৩৮) ওই পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক ছিলেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন তেজগাঁও তেজকুনি পাড়ার একটি বাসায়।

জাহাঙ্গীর গত ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন তার স্বজনরা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

এ বিষয়ে তদন্তে নামার পর গত বৃহস্পতিবার জাহাঙ্গীরের খালাতো ভাই ফয়সালকে ধামরাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খিলক্ষেতের মেসে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায় বলে জানান ওসি।

তিনি বলেন, জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করে লাশটি মুড়িয়ে বড় আকারের ওই সুটকেসে ভরে রাখা হয়েছিল।

জিডি হওয়ার পর ফয়সাল ছাড়াও রাকিব, রায়হান ও ফাহিম নামে আরও তিনজনকে পুলিশ আটক করে।

বণিকবার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক আয়নাল হোসেন বলেন, বিজ্ঞাপন বিভাগের কর্মীরা তাদের সময় অনুযায়ী যাওয়া-আসা করেন। জাহাঙ্গীর গত ১৫ সেপ্টেম্বর অফিসে এসে বেলা ১২টার দিকে বের হয়েছিলেন।

সন্ধ্যার দিকে জাহাঙ্গীরের স্ত্রী অফিসে ফোন করে বলেন, তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে তেজগাঁও থানায় তারা সাধারণ ডায়েরি করেন।

জাহাঙ্গীর আগে কাজ করতেন প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগে। চলতি মাসের ১ তারিখ তিনি বণিকবার্তায় যোগ দেন।

কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)



পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test