E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিউইয়র্ক পৌঁছেছেন শেখ হাসিনা

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৩:৩৮:১২
নিউইয়র্ক পৌঁছেছেন শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ প্রায় ৬০ জনের একটি প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে আওয়ামী লীগের সমর্থকেরা উপস্থিত হন। নিউইয়র্ক পুলিশ তাঁদের বিমানবন্দরের বাইরে গাড়ি পার্কিং এলাকায় জমায়েত হওয়ার অনুমতি দিলেও টার্মিনালের ভেতরে প্রবেশে বাধা দেয়। আওয়ামী লীগ সমর্থকদের “জয় বাংলা” ও অন্যান্য স্লোগানে বিমানবন্দরের সাত নম্বর টার্মিনালটি সরগরম হয়ে ওঠে। বিএনপি সমর্থকদের একটি দলও এই সময় উপস্থিত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তাঁর হোটেলে তিনি দেশি ও বিদেশি অভ্যাগতদের সঙ্গে ঈদের সৌজন্য বিনিময় করবেন। আজ সন্ধ্যায় বাংলাদেশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেলে এক সংবর্ধনায় তিনি যোগ দেবেন।


(ওএস/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test