E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঢাকার যানজট নিরসনে সার্কুলার ট্রেন সার্ভিসের পরিকল্পনা

২০১৫ অক্টোবর ১৪ ১৫:৩২:০১
ঢাকার যানজট নিরসনে সার্কুলার ট্রেন সার্ভিসের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার : ঢাকার যানজট নিরসনে সার্কুলার ট্রেন সার্ভিসের পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন রেলমন্ত্রী মুজিবুল হক। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার সকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও সভাপতি ইফরাফ হোসেন ইসা প্রমুখ।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশে মোট ২ হাজার ৪৭ কিলোমিটার রেলপথ রয়েছে। বেশির ভাগ আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ৪৮টি প্রকল্পের কাজ চলছে। এই কাজগুলো হচ্ছে লোক নিয়োগ, নতুন ইঞ্জিন, বগিসংযোগ, নতুন রেললাইন স্থাপন ইত্যাদি। ঢাকার গেণ্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত চায়না রেলওয়ের সহযোগিতায় নতুন একটি প্রকল্পের কাজ হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে ২০০টি নতুন কোচ পর্যায়ক্রমে আনা হবে। ৪৬টি ইঞ্জিন ইতোমধ্যে আনা হয়েছে, ৭০টি ইঞ্জিন আনা প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব রেলওয়ে লাইনকে ডাবল করা হবে।’

রেলের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ গুলো রেল মন্ত্রণালয় দেখছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

আগের তুলনায় রেল বিভাগে দুর্নীতি অনেক কমেছে বলেও তিনি জানান।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test